Akhi Akter Mim    创建了一篇新文章
47 在 ·翻译

শ্রীকান্ত ২য় পর্বের(পঞ্চম ও ষষ্ঠ পর্ব) | ##শ্রীকান্ত(৫ম ও ৬ষ্ঠ পর্ব(

শ্রীকান্ত ২য় পর্বের(পঞ্চম ও ষষ্ঠ পর্ব)

শ্রীকান্ত ২য় পর্বের(পঞ্চম ও ষষ্ঠ পর্ব)

কেরেন্টিন্‌ কারাবাসের আইন কুলিদের জন্যভদ্রলোকের জন্য নয়; এবং যে-কেহ জাহাজের ভাড়া দশ টাকার বেশি দেয় নাই,

গল্প : প্রতিশ্রুতির বাঁধন

বিয়ের মাত্র এক মাস পরেই যুদ্ধে মারা যায় সেনাশ্রীকান্ত। তার স্ত্রী মালতীকে সে কথা দিয়েছিল, যেমন করেই হোক সে ফিরে আসবে। শ্রীকান্তর মৃত্যুর পর মালতী শোকে পাথর হয়ে গিয়েছিল। সে সারাদিন শ্রীকান্তর ছবির দিকে তাকিয়ে থাকত। একদিন রাতে মালতীর মনে হলো, ঘরে কেউ এসেছে। সে দেখল, শ্রীকান্তর ইউনিফর্ম পরা ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে। ছায়ামূর্তিটা বলল, "আমি কথা রাখতে এসেছি, মালতী।" সেই থেকে প্রতি রাতে শ্রীকান্তর আত্মা তার কাছে আসত। মালতী ধীরে ধীরে খাওয়া-দাওয়া ছেড়ে দিল। সে বলত, "ও আমাকে ডাকছে।" কিছুদিন পর এক সকালে মালতীকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেল। তার মুখে ছিল এক অনাবিল হাসি, যেন সে প্রিয়জনের কাছে পৌঁছাতে পেরেছে।


#প্রেমেরভূত #অতৃপ্তপ্রেম #প্রতিশ্রুতি #ভৌতিকপ্রেমকাহিনী #romantichorror

6 在 ·翻译

আগামীকাল ৬ জুলাই 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' এর ষষ্ঠ দিনে আমরা আসছি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলায়। আপনাদের কথা শুনতে এবং আমাদের উদ্দেশ্য তুলে ধরতে।

~এডমিন

image
7 在 ·翻译
বৈশিষ্ট্য ও অবকাঠামোঃ

স্বভাবতই অন্যান্য জাদুঘর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর বিষয়-বৈশিষ্ট্যে সম্পূর্ণ আলাদা। দ্বিতল ভবন-বিশিষ্ট জাদুঘরের ছয়টি গ্যালারিতে সাজানো প্রদর্শনীতে পরিকল্পিত ও সুচারু ব্যবস্থাপনার ছাপ স্পষ্ট । ভবনের প্রবেশ মুখে ছোট প্রাঙ্গনে রয়েছে শহিদ ডা. ফজলে রাব্বির ব্যবহৃত একটি গাড়ি।

প্রথম গ্যালারিঃ প্রথম গ্যালারিতে পরিপাটি করে সাজানো রয়েছে বাংলার প্রাচীন ঐতিহ্য-নিদর্শন ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের চিত্র। পলাশী প্রান্তরের নকশা, সিপাহী বিদ্রোহ, টিপু সুলতান, তিতুমীরের অংকিত চিত্র, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী ও ঢাকা ভার্সিটি কমিটির আলোক চিত্র, রবীন্দ্রনাথের ছোট ভাস্কর্য, অবিভক্ত ভারত ও বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের চমৎকার সব প্রমাণ। রয়েছে ময়নামতি, পাহারপুর, ষাটগ¤ভুজ মসজিদের মডেল, তালপাতার পুথি, প্রাচীন গির্জা, প্রাচীন বাংলার শিল্প কর্মের নিদর্শন এর একটি ছবি।

দ্বিতীয় গ্যালারিঃ এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে পাকিস্তানিদের বৈষম্য, অত্যাচার, শাসন-শোষণের ইতিহাস। এতে সংগৃহীত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত পোশাক, কলম, পাইপ, রুমাল ও চিঠিপত্র।

তৃতীয় গ্যালারিঃ এই গ্যালারির প্রদর্শনের শুরুতেই রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের উদাত্ত আহ্বানের চিত্র। রয়েছে ‘৭১ এর অসহযোগ আন্দোলন, ২৫ মার্চে গণহত্যা, কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতার ঘোষণা, অস্থায়ী সরকারের শপথ গ্রহণ ও শরণাথীদের দুর্গত জীবন চিত্র।

চতুর্থ গ্যালারিঃ এই গ্যালারিতে রয়েছে বেশ কিছু শোকেস। বিভিন্ন শহিদদের ব্যবহৃত পোশাক ও অন্যান্য জিনিসপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে। এছাড়া আরও আছে বিদেশের পত্র পত্রিকায় গণহত্যা সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন।

পঞ্চম গ্যালারিঃ পঞ্চম গ্যালারিতে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদানের সাক্ষ্যবাহী নিদর্শনের পাশাপাশি স্থান পেয়েছে গেরিলা যুদ্ধ, স্বাধীন বাংলা বেতার, নৌকামান্ডো, বিমান বাহিনী, নারী সমাজ, মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, বৈদেশিক সমর্থন এবং বিশেষ করে ভারতীয় জনসাধারণের সমর্থনের প্রতিচ্ছবি।

ষষ্ঠ গ্যালারিঃ এটি জাদুঘরের শেষ কক্ষ। এতে রয়েছে ভারতীয় বাহিনীর অশংগ্রহণ ও আত্মত্যাগের নিদর্শন। রয়েছে পাকবাহিনীর আত্মসমর্পনের চিত্র, তাদের দোসর রাজাকার, আলশামস, আল বদরের জঘন্যতম হত্যাকান্ডের নিদর্শন। এছাড়া রয়েছে বাংলার বীর যোদ্ধাদের আত্মদানের গৌরবের পরিচয়।
8 在 ·翻译

৪৪টা যুদ্ধবিমান! এটাই বাংলাদেশ। কিন্তু যুদ্ধ বিমানে কোন অ*স্ত্র নেই ! যা আছে তাও পুরোনো, জং ধরা, আধুনিকতার ধারে কাছেও না! নেই ভালো মানের এয়ার ডিফেন্স সিস্টেম। আর আমরা লজ্জা না পেয়ে গর্ব করি—"স্বাধীন দেশ!"

ভারত ৫০০টা নিয়ে একসাথে ৫টা ফ্রন্ট সামলাতে পারে,
পাকিস্তান ৪৪৫টা নিয়ে যুদ্ধের জন্য রেডি। চীন সম্প্রতি তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে।
ভারত রমরমা ঢোল ফিটিয়ে হাইপারসনিক ক্ষেপনাস্ত্র টেস্ট করল। পাকিস্তান বানাচ্ছে ICBM

আর আমরা?
দলবাজিতে মাস্টার! পথে পথে সহ-সভাপতি
টকশোতে জেনারেল, ফেসবুকে কৌশলী, আর মাঠে?

আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন হয়, ধর্ষণ, ছিনতাই,চাঁদাবাজি,গুম,খু*ন করল অমুক দল, তমুক নেতা।

আমাদের একটাই স্পেশাল স্কোয়াড—
“Keyboard Battalion”!
পোস্ট দিবে, শেয়ার করবে, “দেশপ্রেম” জাহির করবে—
আর বাস্তবে, একটা গোলা উড়লে পাত্তা নাই!

আসল শত্রু বাইরের না—আমরা নিজেরাই শত্রু নিজেদের। কারণ আমরা যুদ্ধের জন্য না, তর্কের জন্য জন্মেছি।

বাচ্চা জন্মের পর স্কুলে ভর্তি হয় না, আগে দল চিনে!
ডাক্তার জীবন বাঁচায় না, দল বাঁচায়! ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় না, বরাদ্দ চিবায়! পুলিশ আর্মি অফিসারও রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়ে!

এই তো আমরা—মেধাহীন, পরিকল্পনাহীন, দায়িত্বহীন!
নেতারা গাড়িতে বুলেটপ্রুফ, আর দেশের সীমানা?
একটা ড্রোন আসলেও ধরার কেউ নাই!

একদিন হুট করে আকাশ কালো হবে,
বোমা পড়বে মাথার উপর— তখন আর পোস্ট দেওয়ার সময় থাকবে না, তখন বুঝবো—"দেশটা ফেসবুক দিয়ে রক্ষা হয় না!" তখন বুঝবো—“বন্ধুদেশ” বলে কিছু নেই,
যার অস্ত্র আছে, তারই দাপট চলে!

এই ঘুম, এই ঢোল-বাজানো দেশপ্রেম, সব পুড়ে ছাই হয়ে যাবে একটুখানি আগুনে।

আর তখন?
আমরা কাঁদবো... কিন্তু কেউ শুনবে না। আমাদের মারবে কিন্তু কোনো আওয়াজ হবে না। সেদিন চুপচাপ সয্য করা ছাড়া কোনো উপায় থাকবে না।

যখন বুঝবো তখন বড্ড দেরি করে ফেলবো😥

image

🌿 ৬ষ্ঠ গল্প: বুকের মাঝে পাথর

𝓢𝓱𝓪𝓯𝓲ক ভালোবাসত নিঃশব্দে। তার ভালোবাসার মানুষ ছিল শিউলি, ছোটবেলার বন্ধু।
একসাথে বড় হওয়া, খেলাধুলা, নদীর পাড়ে গল্প—সবকিছুর মাঝে শফিকের মনে জমে উঠেছিল এক গভীর অনুভব।

কিন্তু শিউলি ভালোবাসত অন্য একজনকে—নাম ছিল রিয়াজ।
শফিক সব জানত, তবু চুপচাপ পাশে থাকত।
একদিন শিউলি ভাঙা মন নিয়ে শফিকের কাছে এসে কাঁদল।

শফিক শুধু বলল,
"তুই সুখী হলেই আমি সুখী... আর তুই কাঁদলে, আমার বুকের মাঝে পাথর জমে যায়।"

শিউলি কখনো জানলো না, শফিক তাকে কতটা ভালোবাসত। আর শফিক জানিয়ে দেয়নি কোনোদিন।

      ✨ সমাপ্ত ✨

🖋️🪔 লেখক: কবি কাফি 📖