9 sa ·Isalin

শেষ খেয়া

যাই যতদূর যা-ই বা করি
বাঁধা আছি এক ঘাটে,
সন্ধ্যা নামবে এ তরী থামবে
রবি যাবে যবে পাটে।
দাঁড়াতে হবে শেষ খেয়া ঘাটে
তমসা ছাওয়া পথ,
চাই সেথা আমি আলোকরূপী
আল্লা'র রহমত।
সেই দিন মোর আর কতদূর
এখানে বেশতো আছি,
সুখ দুখ নিয়ে ক্ষণ নিলয়ে
তাঁর নাম নিয়ে বাঁচি।
আছে সমস্যা খোদা ভরসা
চলছে জীবন বেশ,
স্বীয় পরিবার সাথে নিয়ে আর
পড়শী সমাজ দেশ।
এ সব ছেড়ে মাটির নীড়ে
যেতেতো হবে ওরে,
ভেবে একা তাই বিস্মিত হই
ক্ষণিকের এ ঘরে।
সেথা কতদিন সাথী আলোহীন
পড়ে থাকব একা,
ভাবি নিরুপায় হায়রে হোথায়
পাবো কি কারো দেখা?
শুয়ে এক কাত দীঘল যে রাত
পোহাবে কেমনে হায়!
তারপর না! না! ভাবতে পারি না
কি হবে কবরখানায়।
আল্লাহ্ তোমার নাম যে আমার
রক্ষাকবচ জানি,
যাই যেথা যাই কভু না হারাই
পবিত্র নামখানি।
তোমায় সঁপে তোমা নাম জপে
উঠে শেষ খেয়াতে,
প্রিয় নাম আমি ওগো অন্তর্যামী
নিতে পারি যেন সাথে।
দাও ওগো মোরে তোমার তরে
প্রেম ভালবাসা বুকে,
মনে তোমা নাম রেখে অবিরাম
মরতে পারি সুখে।

সজিব খান প্রিন্স

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।