শেষ খেয়া
যাই যতদূর যা-ই বা করি
বাঁধা আছি এক ঘাটে,
সন্ধ্যা নামবে এ তরী থামবে
রবি যাবে যবে পাটে।
দাঁড়াতে হবে শেষ খেয়া ঘাটে
তমসা ছাওয়া পথ,
চাই সেথা আমি আলোকরূপী
আল্লা'র রহমত।
সেই দিন মোর আর কতদূর
এখানে বেশতো আছি,
সুখ দুখ নিয়ে ক্ষণ নিলয়ে
তাঁর নাম নিয়ে বাঁচি।
আছে সমস্যা খোদা ভরসা
চলছে জীবন বেশ,
স্বীয় পরিবার সাথে নিয়ে আর
পড়শী সমাজ দেশ।
এ সব ছেড়ে মাটির নীড়ে
যেতেতো হবে ওরে,
ভেবে একা তাই বিস্মিত হই
ক্ষণিকের এ ঘরে।
সেথা কতদিন সাথী আলোহীন
পড়ে থাকব একা,
ভাবি নিরুপায় হায়রে হোথায়
পাবো কি কারো দেখা?
শুয়ে এক কাত দীঘল যে রাত
পোহাবে কেমনে হায়!
তারপর না! না! ভাবতে পারি না
কি হবে কবরখানায়।
আল্লাহ্ তোমার নাম যে আমার
রক্ষাকবচ জানি,
যাই যেথা যাই কভু না হারাই
পবিত্র নামখানি।
তোমায় সঁপে তোমা নাম জপে
উঠে শেষ খেয়াতে,
প্রিয় নাম আমি ওগো অন্তর্যামী
নিতে পারি যেন সাথে।
দাও ওগো মোরে তোমার তরে
প্রেম ভালবাসা বুকে,
মনে তোমা নাম রেখে অবিরাম
মরতে পারি সুখে।
সজিব খান প্রিন্স