9 w ·Traducciones

নিস্তব্ধ রাত জানালার পাশে দাড়িয়ে
ঠোঁটে সিগারেট জ্বালিয়ে, উড়িয়ে দেয়া ধোঁয়ায়
খোলা আকাশের দিকে তাকিয়ে নিজের সাথে নিজে
হাজারো জমানো কথা বলতে চেয়েও মনে পড়ে যায়
তোমার সেই হাসিমাখা মুখ আর রেখে যাওয়া সৃতি
আমাকে বার বার মনে করিয়ে দেয় ভালোবাসা সবার জন্য নয় আর
ভালোবাসা পেয়ে গেলে হয়তো ভালোবাসার মূল্যটা বুঝা হতো না।
তোমার ভেঙে দেয়া এই হৃদয়টা হয়তো কখনো আর কোনো ভালোবাসা কে অসম্মান করতে দিবেনা, হয়তো পারবো না।।।

একটা ভেঙে যাওয়া হৃদয় কখনো কাউকে ধোঁকা দিতে পারে না কারণ সে জানে তার বেদনাটা,কতোটা কষ্টের সেই নির্ঘুম রাতগুলো, সেই চঞ্চল মানুষটার পাল্টে যাওয়া, সেই স্বপ্নগুলো তাকে নিয়ে বোনা ছিল যা অন্য কাউকে নিয়ে বোনা অসম্ভব,এভাবে হাজারো কথা থেকে যায় ভগ্নহৃদয় এ আর সব প্রকাশ করাও যায়না😞

ভালো থেকো প্রিয় তোমার প্রিয়জনকে নিয়ে🙂

#buttos
#অদৃশ্য?

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
5 horas ·Traducciones

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 horas ·Traducciones

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 horas ·Traducciones

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

5 horas ·Traducciones

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।