নিস্তব্ধ রাত জানালার পাশে দাড়িয়ে
ঠোঁটে সিগারেট জ্বালিয়ে, উড়িয়ে দেয়া ধোঁয়ায়
খোলা আকাশের দিকে তাকিয়ে নিজের সাথে নিজে
হাজারো জমানো কথা বলতে চেয়েও মনে পড়ে যায়
তোমার সেই হাসিমাখা মুখ আর রেখে যাওয়া সৃতি
আমাকে বার বার মনে করিয়ে দেয় ভালোবাসা সবার জন্য নয় আর
ভালোবাসা পেয়ে গেলে হয়তো ভালোবাসার মূল্যটা বুঝা হতো না।
তোমার ভেঙে দেয়া এই হৃদয়টা হয়তো কখনো আর কোনো ভালোবাসা কে অসম্মান করতে দিবেনা, হয়তো পারবো না।।।
একটা ভেঙে যাওয়া হৃদয় কখনো কাউকে ধোঁকা দিতে পারে না কারণ সে জানে তার বেদনাটা,কতোটা কষ্টের সেই নির্ঘুম রাতগুলো, সেই চঞ্চল মানুষটার পাল্টে যাওয়া, সেই স্বপ্নগুলো তাকে নিয়ে বোনা ছিল যা অন্য কাউকে নিয়ে বোনা অসম্ভব,এভাবে হাজারো কথা থেকে যায় ভগ্নহৃদয় এ আর সব প্রকাশ করাও যায়না😞
ভালো থেকো প্রিয় তোমার প্রিয়জনকে নিয়ে🙂
#buttos
#অদৃশ্য?
Mehedi hassan Parves
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?