9 ב ·תרגם

কবিতা :- দুখিনী মেয়ে

আল্লাহর রহমত, করুণা যাঁর,
দুঃখী মেয়ের দিন কাটে।
পথের ধারে সে বসে,
ক্ষুধার জ্বালায় প্রাণ কাঁদে।

মা-বাবা নেই, আত্মীয়ও নেই,
অভাব তার নিত্য সঙ্গী।
আল্লাহর কাছে দু'হাত তুলে,
চায় সে রহম ও শান্তি।

ছেঁড়া জামা, খোলা চুল,
শীতের রাতে কাঁপে সে।
একটু খাবার, একটু উষ্ণতা,
পেলে সে হাসবে।

হে আল্লাহ, তুমি দেখো তাকে,
দাও তারে একটু আশা।
দুখিনী এ মেয়ের চোখে,
ফিরিয়ে দাও আলোর দিশ
#শিশুতোষছড়া #ছোটগল্প #ছবি #ছড়া #মোটিভেশনাল #বাস্তবতা #বাস্তব #অনুপ্রেরণা #কবি #কবিতার #কবি#foryouシ #foryoupageシ #follower #follow #topfans #trend #fb #fypシ #fbpost #কবিতার #পদ্য

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।