নিঃশব্দ আত্মদানে
তুমি জানো না—
কত রাত আমি নিঃশব্দে কেঁদেছি,
নিজেকে নিজে বলেছি,
হয়তো দোষটা আমারই ছিল।
হয়তো আমি তোমার জন্য যথেষ্ট ছিলাম না।
হয়তো আমার ভালোবাসা-ই তোমার জন্য বেশি হয়ে গিয়েছিল।
হয়তো সবকিছু শেষ হয়ে যাওয়ার পেছনে আমি-ই ছিলাম দায়ী।
আমি নিজেই সব দোষ নিজের কাঁধে নিয়েছিলাম,
মনে হতো, তুমি দোষ করতে পারো না।
কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি,
তুমি আমায় এমনভাবে আঘাত করতে পারো।
সত্যি কথা কি জানো !
তুমি সব সময় এমন ভান করেছো
যেন তুমিই সব কষ্টে ডুবে আছো,
আর আমি তোমার সব কষ্টের কারণ ।
নিজের সবটা নিঃশেষ করে ফেলেছি, অজান্তেই।
শুধু আমাদের মাঝে ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য।
আমি শুধু চেয়েছি সম্পর্কটা বাঁচুক,
আমি হাজার চেষ্টা করেও
তোমায় বোঝাতে পারিনি।
কারণ তুমি আমায় বোঝার চেষ্টাই করোনি কখনও ।
Siam Mahamud
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Naeem Shiekh
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟