Sir: (চোখ রাঙিয়ে) Hridoy! তুমি খাতা থেকে মুখ তুলে এতবার নিচে নিচে কী দেখতেছ?
Hridoy: (তড়িঘড়ি করে) না স্যার! আমি পায়ের পাতা দেখতেছিলাম, টেস্টের আগে ওখানে মাথা ঠেকায়ছিলাম। ভাগ্য ভালো কি না চেক করতেছিলাম।
Sir: (চোখ ছোট করে) আরে! ভাগ্য টেস্টে চলে না, উত্তরপত্র চলে!
Hridoy: (মুচকি হেসে) স্যার, আপনি তো বলেন—"সবসময় পা মাটিতে রাখবা", তাই নিচেই চাইলাম!
Sir: (রেগে) ব্যাটা, মুখে কইছোস ভাগ্য, ভিতরে তো রোল নম্বর লেখা চিরকুট!
Hridoy: স্যার, ওইটা আমার inspiration quote!
Sir: কই দেখাইছস? Inspiration নাকি Information?
Hridoy: (মাথা চুলকে) দুইটার মাঝে পার্থক্য কি আর এমন...
Sir: (মাথা ঠুকে) আমি শিক্ষক না দারোগা হইয়া গেছি তোরে ধইরার?
Hridoy: স্যার, এক্সামেই তো ধরা খাইছি, আপনি আবার ধইরা ফেললেন!