Sir: (চোখ বড় করে) Hridoy! আবার ঘুমাও তুমি? ক্লাসে বসে স্বপ্ন দেখো নাকি?
Hridoy: (চোখ কচলাতে কচলাতে) না স্যার, আমি তো চোখ বন্ধ কইরা ইতিহাস অনুভব করতেছিলাম।
Sir: ইতিহাস আবার চোখ বন্ধ করে অনুভব করা লাগে?
Hridoy: হ্যাঁ স্যার! আপনি তোইন বললেন—"ইতিহাস মানে দেখা, জানা, বোঝা"। আমি শুধু 'চোখ বন্ধ' করে বোঝার চেষ্টা করতেছিলাম।
Sir: বোঝার নাম বাপ! তোমার মুখ থাইকা লালা ঝরতেছিল! ইতিহাসে কাঁদে সবাই, তুমি তো হাঁ করে ঘুমাইতেছো!
Hridoy: (গম্ভীরভাবে) স্যার, ঘুমটা ছিল রাজনৈতিক প্রতিবাদ।
Sir: (চমকে) কীসের প্রতিবাদ?!
Hridoy: ইতিহাসে রাজা-বাদশারা গদিতে বসে ঘুমাইত, আমি সেই tradition follow করতেছিলাম।
Sir: (হতাশ গলায়) তুই রাজা হইছিস কবে?
Hridoy: আমার তো royal attitude আছে স্যার, অন্তত ঘুমের সময় তা প্রকাশ পায়!
Sir: (হাত তুলে) এইবার আর সহ্য হইতেছে না। কাল থাইকা তোকে ক্লাসে সামনে বসামু। ঘুমানোর লাইসেন্স বাতিল!
Hridoy: (দুঃখভরা মুখে) স্যার, সামনে বসলে তো আমার ঘুম publicly viral হইয়া যাইবো!