Hridoy – গাড়ি চালানো শেখার জন্য প্রস্তুত, কিন্তু কনফিউজড
Sir – গাড়ি চালানোর গুরু, খুবই সন্ত্রস্ত Hridoy’র আচরণ দেখে
---
[ঘটনাস্থল: গ্রামীণ রোডে, Hridoy প্রথমবার গাড়ি চালানোর চেষ্টা করছে, Sir সাথে]
Sir: Hridoy, গাড়ির হুইলটা ভালো করে ধরিস।
Hridoy: (হাত দিচ্ছে, কিন্তু এক হাতে) স্যার, আমি এক হাতে ধরলে কেমন হয়?
Sir: এক হাতে চালালে গাড়ি বাঁকাতে সমস্যা হয়!
Hridoy: (হাসি দিয়ে) আমি তো বাঁকাতে না, সোজা গিয়ে দাঁড়াবো।
Sir: গাড়ি সোজা গেলে তো বিপদ! তুমি সিগন্যাল দাও, মোড় থেকে বাঁকাও।
Hridoy: সিগন্যাল দিতে গেলে হাত অন্য হাতে বদলাতে হবে, ঝামেলা!
Sir: ঝামেলা নয়, প্রয়োজনীয়তা!
Hridoy: স্যার, গাড়ির ব্রেক কেমন?
Sir: পায়ের তলায় প্যাড, চাপলেই গাড়ি থামবে।
Hridoy: (পা একদম নিচে নামাচ্ছে না) আমি তো পা দিয়ে হেলিকপ্টার চালাই নাই, ব্রেক মানেই কি থামানো?
Sir: হ্যাঁ, ব্রেক দিয়ে গাড়ি থামানো হয়!
Hridoy: আমি তো থামলে গা ভাঙবো, তাই ভয়ে থামি না।
Sir: (চোখ কপালে) ভয়ে গা ভাঙলে গাড়ি ছাড়াও সমস্যা!
Hridoy: গাড়ি ছাড়াও সমস্যা, তাই চলি সিগন্যাল দিয়ে ঘোরাঘুরি করি।
Sir: (চিৎকার) চলবে না! আজ থেকে গাড়ি চালানো শিখতে হবে, না হলে সবাই হাসবে!
Hridoy: স্যার, হাসলে তো মজাই!