Sir: Hridoy, আজকে তুমি প্রথম প্রশ্নের উত্তর দাও: “Gravity কী?”
Hridoy: স্যার, Gravity মানে হলো… ওজন কমানোর কঠিন নিয়ম!
Sir: (হাসি ধরে) ওজন কমানো কঠিন, কিন্তু Gravity হলো পৃথিবীর আকর্ষণ বল!
Hridoy: স্যার, ওজন কমানো কঠিন বলেই তো Gravity আছে, না হলে ওজন কমতো!
Sir: (চোখ কপালে) Gravity না থাকলে তো সবাই উড়ত! আর তুমি তো পাখি না!
Hridoy: স্যার, আমি পাখি না, কিন্তু মন উড়তে চাই!
Sir: মন উড়লে পড়াশোনা তো হয় না!
Hridoy: স্যার, পড়াশোনা করে মন তখনই উড়ে যখন result ভালো আসে!
Sir: Result ভালো হলে পড়াশোনা ভালো হয়, আর পড়াশোনা ভালো হলে মন ভালো থাকে!
Hridoy: স্যার, তাতে বুঝলাম, মন ভালো রাখতে পড়াশোনা করলেই হবে!
Sir: (হাসতে হাসতে) তাই তো! এখন দ্বিতীয় প্রশ্ন: “Photosynthesis কী?”
Hridoy: স্যার, photosynthesis হলো গাছেদের খাবার বানানোর ফ্যাক্টরি!
Sir: ঠিক বলেছিস, কিন্তু সেটা সূর্যের আলোতে হয়।
Hridoy: স্যার, সূর্যের আলোতে খাওয়া বানালে তো গরম লাগবে?
Sir: (হাসি) গরম লাগে না, সেটা রাসায়নিক প্রক্রিয়া!
Hridoy: স্যার, আমি রাসায়নিক প্রক্রিয়া বুঝি না, শুধু জানি খেতে ভালো লাগে