5 में ·अनुवाद करना

Sir: Hridoy, তোমার টিফিন কি মজার?

Hridoy: স্যার, আজকের টিফিনটা এমন, যে খেলে মন ভালো হয়ে যায়, আর ক্লাসেও ফোকাস বাড়ে!

Sir: (হাসি ধরে) আর কি? কি ছিল?

Hridoy: স্যার, ছিল দুইটা বড় বড় সামোসা, আর একটা মিষ্টি লাড্ডু!

Sir: (চোখ কপালে) এত মিষ্টি খেলে মন ফোকাস বাড়ে না, মোটা হয়!

Hridoy: স্যার, মোটা হইলে আবার ভালো, কারণ মোটা হলে সেলফ কনফিডেন্স বাড়ে!

Sir: মোটা হলে কি পড়াশোনায় ফোকাস বাড়ে?

Hridoy: স্যার, ফোকাস বাড়ে না, কিন্তু হাসি বাড়ে!

Sir: হাসি বাড়লে কি ক্লাসে মন দিবি?

Hridoy: স্যার, হাসি বাড়লে মন দেয়ার মুড হয়!

Sir: (হাসতে হাসতে) তাহলে অনেক হাসো, আর টিফিনে ভালো কিছু নিয়ে আসো!

Hridoy: স্যার, টিফিনে ভালো না হলে মন খারাপ হয়, আর মন খারাপ হলে পড়াশোনা হয় না!