9 i ·Översätt

পড়া লেখা


পড়া লেখা এখন আর
ভাল লাগেনা ভাই,
হাতে আছে স্মার্ট ফোন
তাই নিয়ে দিন কাটাই।

পিতা মাতার স্বপ্ন গুলো
উড়িয়ে দিয়ে আকাশে,
আমার মত চলছি আমি
খেলছি ফ্রি ফায়ার,পাবজী যে।

নিজে পায়ে নিজে কুড়াল
মারছি আমি যতনে,
লেখা পড়া সিকায় তুলে
ব্যস্ত যে মোবাইল ফোনে।

ইয়ার ফোন লাগিয়ে কানে
শুনছি আমি ডিসকো গান,
মোবাইল আমার প্রিয় স্বজন
মোবাইল আমার জানের জান।

নাওয়া খাওয়া সব ভুলেছি
এই মোবাইলের কারনে,
কে আমারে কি বলতেছে
কিছুই যে নিচ্ছি না কানে।

মোবাইল মাতা,মোবাইল পিতা
মোবাইল আমার ভাই আর বোন
মোবাইল আমার রঙ্গীন দুনিয়া
মোবাইল আমার সুখ স্বপন।

ছেড়ে দিতে পারি আপন জন
এই মোবাইলে কারনে,
মোবাইল আমার জীবন মরন
জাগরনে ও শয়নে।

মোবাইল নিয়ে কেউ কিছু বললে
লাগাই তার সাথে যে দ্বন্দ্ব,
আমি হলাম মোবাইল প্রেমিক
সদায় তাহার প্রেমেই অন্ধ।

কপাল আমার হইল মন্ধ
যখন আসল পরীক্ষা,
কি লিখব ভাই খাতার মাঝে
আমি করতেছি উত্তর ভীক্ষা।

কোন রকম লিখে লুখে
ফিরে আসলাম বাড়িতে,
লেখা পড়া না করায়
চরলাম গিয়া ফেল নামের গাড়িতে।

না চালাইয়া মোবাইল ফোন📱
যদি ব্যস্ত থাকতাম লেখা পড়াতে,
হয়তো আমি পাশ করিতাম
হইতো না এই দিন আমার দেখিতে।

তাই লেখা পড়া করছো যারা
ও আমার ভাই বোন,
মনযোগে কর লেখা পড়া
আজকে থেকেই বাদ দিয়ে দাও
হাতের স্মার্ট ফোন।📲

সমাপ্ত...🌹

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timmar ·Översätt

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

8 timmar ·Översätt

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।