আজ বিকাল বেলায়
আজ বিকাল বেলায়
সেই রক্ত আভা আকাশ আবার দেখতে পেলাম ,
হৃদয়ের ব্যাকুলতায়
আবার যেন সেই স্মৃতিতে হারিয়ে গেলাম ।
আজ সূর্য উঠেছিল আবার অস্তাচলের আগে,
সবই প্রিয় আগের মত
তবে এ মনে যে আর নেই একতারাটার সুতা
তাই সুর আর যেন না বাজে ।
মনে আনন্দের রব উঠেছে
চোখ যেন এক অপার শীতলের পরশে ,
কিন্তু তবু কোথাও যেন ফাঁকা আজ
নেই তোমার অস্তিত্ব দেখি আমারি মর্মে চেয়ে।
তুমি যদি থাকতে আরো রঙিন হত
আমার এই বিকাল টুকু আজ,
তুমি যদি থাকতে হয়তো মন শরীর সবই
জেগে উঠতো এক নতুন আমার সাজ।
Respect!
Kommentar
Delen
Md STATION
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?