আজ বিকাল বেলায়
আজ বিকাল বেলায়
সেই রক্ত আভা আকাশ আবার দেখতে পেলাম ,
হৃদয়ের ব্যাকুলতায়
আবার যেন সেই স্মৃতিতে হারিয়ে গেলাম ।
আজ সূর্য উঠেছিল আবার অস্তাচলের আগে,
সবই প্রিয় আগের মত
তবে এ মনে যে আর নেই একতারাটার সুতা
তাই সুর আর যেন না বাজে ।
মনে আনন্দের রব উঠেছে
চোখ যেন এক অপার শীতলের পরশে ,
কিন্তু তবু কোথাও যেন ফাঁকা আজ
নেই তোমার অস্তিত্ব দেখি আমারি মর্মে চেয়ে।
তুমি যদি থাকতে আরো রঙিন হত
আমার এই বিকাল টুকু আজ,
তুমি যদি থাকতে হয়তো মন শরীর সবই
জেগে উঠতো এক নতুন আমার সাজ।
Мне нравится
Комментарий
Перепост
Md STATION
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?