9 안에 ·번역하다

হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন ইসলামের প্রতিষ্ঠাতা এবং আল্লাহ তা'আলার সর্বশেষ নবী ও রাসুল। তাঁর বিস্তারিত জীবনী নিচে তুলে ধরা হলো:
১. জন্ম ও শৈশব:
* জন্ম: আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ গোত্রের বনু হাশিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা।
* এতিম জীবন: তাঁর জন্মের আগেই বাবা আব্দুল্লাহ মারা যান। ছয় বছর বয়সে মা আমিনা মারা গেলে তিনি সম্পূর্ণ এতিম হয়ে যান।
* দাদা ও চাচার তত্ত্বাবধানে: এরপর তাঁর দাদা আব্দুল মুত্তালিব তাঁকে লালন-পালন করেন। দাদা মারা যাওয়ার পর তাঁর চাচা আবু তালিব তাঁর দায়িত্ব নেন।
* বাল্যকাল: শৈশবে তিনি মেষ চরাতেন এবং তরুণ বয়সে বাণিজ্য কাফেলায় সিরিয়া ও অন্যান্য অঞ্চলে ভ্রমণ করেন। তাঁর সততা ও বিশ্বস্ততার জন্য তিনি "আল-আমিন" (বিশ্বস্ত) উপাধি লাভ করেন।
২. বিবাহ ও পারিবারিক জীবন:
* হযরত খাদিজার সাথে বিবাহ: ২৫ বছর বয়সে তিনি মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী মহিলা খাদিজা বিনতে খুওয়াইলিদের (রাঃ) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা (রাঃ) তাঁর থেকে ১৫ বছরের বড় ছিলেন। তাঁদের এই দাম্পত্য জীবন অত্যন্ত সুখের ছিল।
* সন্তানাদি: খাদিজা (রাঃ) এর গর্ভে তাঁর বেশ ক’জন সন্তান জন্ম নেয়, যার মধ্যে ৪ জন কন্যা সন্তান (যয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা) এবং ২ জন পুত্র সন্তান (কাসিম ও আব্দুল্লাহ) ছিল। পুত্র সন্তানরা অল্প বয়সেই মারা যান।
৩. নবুওয়াত লাভ ও ইসলামের দাওয়াত:
* হেরা গুহায় ধ্যান: ৪০ বছর বয়সে তিনি মক্কার অদূরে জাবালে নূরের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন।
* প্রথম ওহী: ৬১০ খ্রিস্টাব্দে (হিজরতের ১৩ বছর পূর্বে, ২৭শে রজব) হেরা গুহায় ফেরেশতা জিব্রাইল (আঃ) এর মাধ্যমে তাঁর উপর প্রথম ওহী নাযিল হয়। সূরা আলাকের প্রথম ৫টি আয়াত ছিল প্রথম ওহী।
* গোপন দাওয়াত: প্রথম তিন বছর তিনি গোপনে ইসলামের দাওয়াত দেন। সর্বপ্রথম তাঁর স্ত্রী খাদিজা (রাঃ), ঘনিষ্ঠ বন্ধু আবু বকর (রাঃ), চাচাতো ভাই আলী (রাঃ) এবং মুক্ত দাস যায়েদ ইবনে হারিসা (রাঃ) ইসলাম গ্রহণ করেন।
* প্রকাশ্য দাওয়াত: তিন বছর পর তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন। সাফা পর্বতের উপর দাঁড়িয়ে তিনি সকলকে এক আল্লাহর দিকে আহ্বান জানান এবং মূর্তিপূজা বর্জন করতে বলেন। এতে মক্কার কুরাইশদের মধ্যে তীব্র বিরোধিতা দেখা দেয়।
৪. নির্যাতন ও হিজরত:
* কুরাইশদের বিরোধিতা: মক্কার কুরাইশরা তাঁর এবং তাঁর অনুসারীদের উপর কঠোর নির্যাতন শুরু করে। মুসলমানদের উপর সামাজিক ও অর্থনৈতিক বয়কট আরোপ করা হয়।
* হাবশায় হিজরত: নির্যাতনের মাত্রা বেড়ে গেলে কিছু সাহাবীকে হাবশায় (আবিসিনিয়া) হিজরত করার অনুমতি দেন।
* আবু তালিব ও খাদিজার মৃত্যু: নবুওয়াতের দশম বছরে তাঁর চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা (রাঃ) মারা যান। এটি তাঁর জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা ছিল।
* তায়েফে গমন: তিনি তায়েফ গিয়ে ইসলাম প্রচারের চেষ্টা করেন, কিন্তু সেখানকার লোকেরা তাঁকে পাথর নিক্ষেপ করে আহত করে।
* মি'রাজ: ৫১ বছর বয়সে তিনি মি'রাজে গমন করেন, যেখানে তিনি আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ করেন এবং পাঁচ ওয়াক্ত সালাত ফরয করা হয়।
* মদিনায় হিজরত (৬২২ খ্রিস্টাব্দ): মক্কাবাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ তা'আলার নির্দেশে তিনি আবু বকর (রাঃ) কে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে "হিজরত" নামে পরিচিত এবং ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হয় এই সাল থেকে।
৫. মদিনায় জীবন ও ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা:
* মদিনায় আগমন: মদিনাবাসী তাঁকে সাদরে গ্রহণ করে। তিনি সেখানে প্রথম মসজিদ (মসজিদে কুবা) নির্মাণ করেন এবং পরবর্তীতে মসজিদে নববী প্রতিষ্ঠা করেন।
* মদিনা সনদ: তিনি মদিনায় বিভিন্ন ধর্ম ও গোত্রের মধ্যে শান্তি ও সহাবস্থানের জন্য মদিনা সনদ তৈরি করেন, যা ইতিহাসের প্রথম লিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম।
* সামরিক অভিযান ও যুদ্ধ: মক্কার কাফিরদের সাথে মুসলিমদের বেশ কয়েকটি যুদ্ধ হয়, যেমন - বদর, উহুদ, খন্দক। এই যুদ্ধগুলোতে মুসলিমরা বিজয়ী হয় এবং ইসলামের প্রভাব বাড়তে থাকে।
* মক্কা বিজয় (৬৩০ খ্রিস্টাব্দ): অষ্টম হিজরীতে তিনি ১০ হাজার সাহাবীকে নিয়ে মক্কা বিজয় করেন। তিনি মক্কায় প্রবেশ করে কাবাঘরকে মূর্তি মুক্ত করেন এবং সকল মক্কাবাসীকে ক্ষমা করে দেন।
৬. শেষ জীবন ও ওফাত:
* বিদায় হজ: দশম হিজরীতে তিনি বিদায় হজ পালন করেন এবং সেখানে লক্ষাধিক সাহাবীর সামনে তাঁর ঐতিহাসিক বিদায় ভাষণ প্রদান করেন। এই ভাষণে তিনি ইসলামের মৌলিক শিক্ষা, যেমন - একতা, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, নারীদের অধিকার ইত্যাদির উপর জোর দেন।
* ওফাত: ৬৩২ খ্রিস্টাব্দে (১১ হিজরী, ১২ রবিউল আউয়াল) তিনি মদিনায় ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ছিল বিশ্ব মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কেবল একজন ধর্মীয় নেতা ছিলেন না, একজন সফল রাষ্ট্রনায়ক, বিচারক, সেনানায়ক এবং সমাজ সংস্কারকও ছিলেন। তাঁর শিক্ষা এবং আদর্শ আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করে চলেছে।

8 중 ·번역하다

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

28 중 ·번역하다

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

36 중 ·번역하다

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 시간 ·번역하다

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 시간 ·번역하다

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.