🌼 ৫ম গল্প: বৃষ্টি আর অপেক্ষা
𝓣𝓪𝓻𝓲𝓴 প্রতিদিন ঠিক বিকেল পাঁচটায় সেই পুরনো ঘাটে গিয়ে দাঁড়াত। ছোট্ট ছাতা হাতে, ভিজে মাটির গন্ধে চোখ বন্ধ করে থাকত সে। কারণ ঠিক সেই সময়েই আসার কথা ছিল 𝓢𝓪𝓲𝓭𝓪-র।
তারা একসাথে অনেক বৃষ্টির গল্প লিখেছিল কাগজে, ইটের গায়ে, কিংবা শুধু চোখের ভাষায়। কিন্তু একদিন বৃষ্টির ধারা থেমে গেল, সায়িদা আর ফিরে এল না।
তারিক ভেবেছিল একদিন ঠিক আসবে, তাই প্রতিদিন ছাতা হাতে দাঁড়িয়ে থাকত সেই ঘাটে। আর এক বৃষ্টিভেজা সন্ধ্যায় সে শুধু বলেছিল, “তোমার ফেরার অপেক্ষায় আমার মনও আজ বৃষ্টি হয়ে গেছে।”
✨ সমাপ্ত ✨
🖋️🪔 লেখক: কবি কাফি 📓