9 که در ·ترجمه کردن

🌼 ৫ম গল্প: বৃষ্টি আর অপেক্ষা

𝓣𝓪𝓻𝓲𝓴 প্রতিদিন ঠিক বিকেল পাঁচটায় সেই পুরনো ঘাটে গিয়ে দাঁড়াত। ছোট্ট ছাতা হাতে, ভিজে মাটির গন্ধে চোখ বন্ধ করে থাকত সে। কারণ ঠিক সেই সময়েই আসার কথা ছিল 𝓢𝓪𝓲𝓭𝓪-র।

তারা একসাথে অনেক বৃষ্টির গল্প লিখেছিল কাগজে, ইটের গায়ে, কিংবা শুধু চোখের ভাষায়। কিন্তু একদিন বৃষ্টির ধারা থেমে গেল, সায়িদা আর ফিরে এল না।

তারিক ভেবেছিল একদিন ঠিক আসবে, তাই প্রতিদিন ছাতা হাতে দাঁড়িয়ে থাকত সেই ঘাটে। আর এক বৃষ্টিভেজা সন্ধ্যায় সে শুধু বলেছিল, “তোমার ফেরার অপেক্ষায় আমার মনও আজ বৃষ্টি হয়ে গেছে।”

      ✨ সমাপ্ত ✨

🖋️🪔 লেখক: কবি কাফি 📓

4 ساعت ·ترجمه کردن

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

6 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

6 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

6 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

6 ساعت ·ترجمه کردن

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।