জামালপুরে বইমেলায় ঘুরতে ঘুরতে একটু চিপার মধ্যে চলে গেছিলাম।হঠাৎ কই থেকে এক লোক বের হয়ে এসে খপ করে হাতটা ধরে বললো," ভাই কি এলাকার??"
হাত টান মারতে গিয়ে দেখি রগে ব্লেড ধরে আছে।টান দিলেই রগ শেষ...
কি মিয়া,কথা কন না ক্যান?আপনে কি এলাকার?....হাত ছাড়তেছে না দেখে অগত্যা বললাম,"হ ভাই এলাকার।বখশীবাজার থাকি।"
বললো "আচ্ছা,সমস্যা নাই।যা আছে বাইর করেন।" ফোন মানিব্যাগ সব বের করে দিলাম।মানিব্যাগে ৫০০ টাকা মত ছিলো।২৩০ টাকা বের করে নিয়ে ফোন মানিব্যাগ সব ফেরত দিয়ে দিলো আর হাতে একটা বই ধরায়ে দিলো।আমি অবাক হয়ে কইলাম "মানে কি!এসব কি?"
কইলো '"কিছু মনে কইরেন না ভাই।নিজের কর্মজীবনের স্মৃতিগুলা নিয়া একটা বই বাইর করছি,কোন শালায় কিনতেছে না।তাই এই ব্যবস্থা।দেশে তো লেখক নাই ই; সত্যিকারের পাঠকরাও উইঠা যাইতাছে।আফসোস।"আমিও কইলাম "আফসোস।"তারপর বললো," যান ভাই,সোজা চইলা যান।পিছনে তাকায়েন না"
পিছে না তাকায়ে সোজা চিপা থেকে আলোয় আসলাম।বইয়ের ব্যাগ হাতে।ব্যাগ থেকে বই বের করে দেখি বইয়ের নাম "স্মৃতিময় জামালপুর"
©️ # # #
Shakil Hossain
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?