কথা বলা বেড়াল
রিনা খুব একা থাকত। একদিন কোত্থেকে একটা কালো বেড়াল এসে তার জানলায় বসল। রিনা তাকে খেতে দিল। বেড়ালটা রয়ে গেল। একদিন বেড়ালটা মুখ দিয়ে নিয়ে এল একটা শুকনো শিউলি ফুল। রিনার মনে পড়ল ছোটবেলার কথা। পরের দিন আনল একটা পুরনো কাঁচের গুলি। রিনার হারানো শৈশব যেন ফিরে আসছিল। বেড়ালটা কথা বলত না, কিন্তু নীরব ভাষায় একাকিত্ব দূর করার মন্ত্র জানত।
#মোঃ মোশারফ হোসেন