শেষ চারা
পৃথিবীটা তখন ধূসর মরুভূমি। সবুজের চিহ্নমাত্র নেই। বিজ্ঞানী ইปসিতা তার ল্যাবের শেষ কোণায় খুঁজে পেলেন জীবনের শেষ চিহ্ন—একটি চারাগাছ। কিন্তু জল বা মাটি, কিছুই নেই। অনেক ভেবে, তিনি নিজের স্পেসস্যুটের জীবনদায়ী তরলের সামান্য অংশ বের করে আনলেন। কাঁপা কাঁপা হাতে সেই তরল দিয়ে ভেজালেন একমুঠো ধুলো। সেখানেই পুঁতে দিলেন চারাটা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের বর্তমানকে বাজি রাখলেন তিনি।
#মোসাম্মৎ সাবা