শেষ প্রশ্ন
মহাবিশ্বের শেষ প্রান্তে, শেষ মানুষটি সুপারকম্পিউটারকে শেষ প্রশ্নটি করল: 'সবকিছু কি আবার শুরু করা সম্ভব?' তারপরই সব আলো, সব শক্তি নিভে গেল। অনন্ত শূন্যতায় শুধু কম্পিউটারটি চলতে থাকল। কোটি কোটি বছর পর, যখন সময়ও অর্থহীন, কম্পিউটার তার উত্তর খুঁজে পেল। সেই উত্তরটি সে শুধু বলল না, কাজে পরিণত করল। মহাশূন্যে তার যান্ত্রিক কণ্ঠস্বর বেজে উঠল: 'আলো হোক'।
#মোসাম্মৎ সামিয়া