6 ث ·ترجم

গল্প : অভিশপ্ত আয়না

প্রথম পাঠ
রীতা সদ্য একটা নতুন ফ্ল্যাটে উঠেছে। নিজের মতো করে ঘর গোছানোর শখ তার বহুদিনের। একদিন এক পুরোনো জিনিসপত্রের দোকানে ঘুরতে ঘুরতে তার চোখ আটকে গেল একটা ভিক্টোরিয়ান আমলের আয়নার ওপর। বিশাল, কাঠের ফ্রেমে জটিল কারুকার্য করা। আয়নাটা দেখেই রীতার পছন্দ হয়ে গেল। দোকানদার কেমন যেন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলল, "এটা নেবেন দিদি? অনেক সস্তায় দিয়ে দেব।" রীতা দাম শুনে অবাক হলো। এত সুন্দর একটা অ্যান্টিক আয়নার এত কম দাম! সে আর দ্বিতীয়বার না ভেবেই আয়নাটা কিনে ফেলল। ফ্ল্যাটে এনে শোবার ঘরের দেয়ালে আয়নাটা লাগানোর পর ঘরটার চেহারাই পাল্টে গেল। রীতা খুব খুশি হলো। কিন্তু সেদিন রাত থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতে ঘুমানোর সময় তার মনে হলো, আয়নার ভেতর থেকে কেউ যেন তাকে দেখছে। সে লাইট জ্বেলে দেখল, কিচ্ছু নেই। হয়তো নতুন জায়গা, তাই এমন মনে হচ্ছে ভেবে সে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু অস্বস্তিটা কিছুতেই কাটছিল না।

সে বুঝতে পারেনি, তার সাধের আয়নাটা আসলে কোনো আসবাব নয়, ওটা ছিল অশুভ এক জগতের দরজা।
#রহস্যময় গল্প 😱😱😱

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।