সুন্দরবনের আত্মা (The Soul of the Sundarbans)
ডায়েরির পাতা থেকে: কয়েকজন অ্যাডভেঞ্চারপ্রেমী বন্ধু সুন্দরবনের গভীরে এক নিষিদ্ধ জায়গায় ক্যাম্পিং করতে যায়। তারা স্থানীয়দের সতর্কবাণী অগ্রাহ্য করে বনের একটি প্রাচীন গাছের ডাল কেটে আগুন জ্বালায়। সেই রাত থেকেই তাদের ওপর নেমে আসে অভিশাপ। তারা জঙ্গলের ভেতর অদ্ভুত সব ছায়ামূর্তি দেখতে পায়, শুনতে পায় পাতার মর্মর শব্দের সাথে মিশে থাকা ফিসফিসানি। তাদের মনে হতে থাকে, পুরো জঙ্গলটাই যেন তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। গাছপালা তাদের পথ আটকে দেয়, আর বনের পশুপাখিরা তাদের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। ডায়েরি অনুযায়ী, তারা বনের আত্মাকে অপমান করেছে, আর সেই আত্মা এখন প্রতিশোধ চাইছে।
.
.
#সুন্দরবনেরআত্মা #ভৌতিকগল্প #ghostofthenature #banglahorror #sundarbanhaunt #অভিশপ্তজঙ্গল #বাংলাভূতুড়ে #forestspirit #banglaghoststory