3 में ·अनुवाद करना

গল্প: লিফটের অতিথি

অফিস থেকে ফিরতে রাত হয়েছিল শ্রেয়ার। সে অ্যাপার্টমেন্টের লিফটে একা উঠেছিল। পাঁচতলায় এসে লিফটটা হঠাৎ থেমে গেল। দরজা খুলতেই সে দেখল, বাইরে ঘুটঘুটে অন্ধকার করিডোর। কেউ নেই। দরজা বন্ধ হতেই লিফটের ওভারলোড অ্যালার্ম বেজে উঠল, যদিও সে ভেতরে একা। তার মনে হলো, পাশে কেউ এসে দাঁড়িয়েছে। একটা ঠান্ডা, ভারী নিশ্বাস সে নিজের ঘাড়ের কাছে অনুভব করতে পারছিল। লিফট নিচে নামছিল, কিন্তু তার ওজন যেন দ্বিগুণ হয়ে গেছে।

#লিফটেরঅতিথি #ভৌতিকগল্প #বাংলাঘোস্ট #horrorstorybangla #ghostinlift #banglahorror #ভয়েরগল্প #creepylift #elevatorghost #scaryshorts