গল্প: ছবিটা জীবন্ত
আমার দাদুর পুরোনো ট্রাঙ্ক থেকে একটা সাদাকালো ছবি পেয়েছিলাম। ছবিতে আমাদের পরিবারের সবাই আছে, কিন্তু পেছনে একটা অস্পষ্ট ছায়ামূর্তি। কদিন পর খেয়াল করলাম, ছায়ামূর্তিটা ছবির মধ্যে একটু একটু করে এগিয়ে আসছে। প্রথমে বাবার কাকা, তারপর ঠাকুমার পাশ ঘেঁষে। একদিন সকালে দেখলাম, ছবি থেকে আমার দাদুর মুখটা गायब হয়ে গেছে এবং সেই ছায়ামূর্তিটা ঠিক তার জায়গায় দাঁড়িয়ে আছে, ক্যামেরার দিকে চেয়ে।
#ছবিটাজীবন্ত #ভৌতিকগল্প #hauntedphoto #banglahorror #ghostinpicture #বাংলাঘটনা #scaryshorts #paranormalstory #বাংলাঘোস্ট #shadowinphoto
처럼
논평
공유하다