6 di ·Menerjemahkan

গল্প: খেলা পুতুল

মেয়ের জন্মদিনে একটা জাপানি পুতুল কিনে দিয়েছিলাম। фар্সেলিনের তৈরি সুন্দর মুখ, কাঁচের চোখ। কিন্তু রাতের বেলা প্রায়ই পুতুলটাকে অন্য জায়গায় পাওয়া যেত। একদিন রাতে মেয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। ঘরে গিয়ে দেখি, মেয়ে খাটের কোণে ভয়ে কাঁপছে। আর তার বিছানার ওপর পুতুলটা বসে আছে, সেটার হাতে একটা মরচে পড়া কাঁচি। পুতুলটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা যেন আরও চওড়া হয়ে গেছে।

#খেলাপুতুল #ভৌতিকগল্প #haunteddoll #banglahorror #scarydoll #বাংলাঘোস্ট #creepydoll #scaryshorts #porcelainpuppet #ghoststorybangla

8 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

8 jam ·Menerjemahkan

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

8 jam ·Menerjemahkan

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।

8 jam ·Menerjemahkan

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।