গল্প: খেলা পুতুল

মেয়ের জন্মদিনে একটা জাপানি পুতুল কিনে দিয়েছিলাম। фар্সেলিনের তৈরি সুন্দর মুখ, কাঁচের চোখ। কিন্তু রাতের বেলা প্রায়ই পুতুলটাকে অন্য জায়গায় পাওয়া যেত। একদিন রাতে মেয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। ঘরে গিয়ে দেখি, মেয়ে খাটের কোণে ভয়ে কাঁপছে। আর তার বিছানার ওপর পুতুলটা বসে আছে, সেটার হাতে একটা মরচে পড়া কাঁচি। পুতুলটার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা যেন আরও চওড়া হয়ে গেছে।

#খেলাপুতুল #ভৌতিকগল্প #haunteddoll #banglahorror #scarydoll #বাংলাঘোস্ট #creepydoll #scaryshorts #porcelainpuppet #ghoststorybangla