গল্প: মৃতের ফোন
এক বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে আমার ভাই মারা যায়। তার ফোনটা আমার কাছেই থাকত, বন্ধ করে রেখেছিলাম। সেদিন অমাবস্যার রাত। হঠাৎ মাঝরাতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখলাম, আমার ভাইয়ের নম্বর থেকেই ফোন আসছে। ভয়ে ভয়ে ফোনটা ধরতেই ওপার থেকে একটা ভাঙা, ঘরঘরে আওয়াজ ভেসে এল, "দিদি, এখানে খুব অন্ধকার। জলের তলায় দম বন্ধ হয়ে আসছে। আমাকে বের কর।" লাইনটা কেটে গেল, কিন্তু আমি দেখলাম, ফোনের স্ক্রিনে জলের ফোঁটা জমে আছে।
#মৃতেরফোন #ভৌতিকগল্প #ghostcall #banglahorror #paranormalcall #scaryphonecall #বাংলাঘোস্ট #deadbrother #ভয়েরগল্প #hauntedphone
Beğen
Yorum Yap
Paylaş