3 i ·Oversætte

গল্প: নদীর ঘাট

গভীর রাতে নৌকার জন্য অপেক্ষা করছিলাম নদীর ঘাটে। একজন মাঝি এসে বলল, সে পার করে দেবে। নৌকায় ওঠার পর দেখলাম, মাঝির মুখটা কাপড়ে ঢাকা। নৌকা মাঝনদীতে যেতেই সে গান ধরল—এক অদ্ভুত করুণ সুর। হঠাৎ চাঁদের আলোয় দেখলাম, লোকটার পা নেই, শরীরটা নৌকার পাটাতন থেকে ধোঁয়ার মতো উঠছে। সে আমার দিকে ঘুরে তাকাল। কাপড়ের আড়ালে তার চোখ দুটো জ্বলছিল। সে হেসে বলল, "এই পারের ভাড়া জীবন দিয়ে মেটাতে হয়।"

#নদীরঘাট #ভৌতিকগল্প #মৃতেরনৌকা #ghostboat #banglahorror #paranormalferry #scaryferryride #ভয়েরগল্প #বাংলাঘোস্ট #midnightriver