গল্প: নাইট গার্ডের রেকর্ডিং

অলোকেশ বাবু একটা পুরোনো ফ্যাক্টরির নাইট গার্ড। রাতের বেলা পুরো এলাকাটা নিশুতি হয়ে থাকত, কেবল তাঁর টর্চের আলো আর কুকুরের ডাক। কাজটা একঘেয়ে হওয়ায় তিনি একটা ভয়েস রেকর্ডার সাথে রাখতেন, রাতে বিভিন্ন শব্দ রেকর্ড করতেন। একদিন সকালে রেকর্ডিং শুনতে গিয়ে তিনি চমকে উঠলেন। রাত দুটো নাগাদ তিনি যখন ফ্যাক্টরির করিডোর দিয়ে হাঁটছিলেন, তাঁর ভারী বুটের শব্দের পাশাপাশি আরও একজোড়া খালি পায়ের ছপছপ শব্দ শোনা যাচ্ছে। অথচ তিনি হলফ করে বলতে পারেন, সেদিন রাতে তিনি একা ছিলেন। আরও ভয়ংকর ব্যাপার হলো, রেকর্ডিং-এর শেষে এক অস্পষ্ট, ভাঙা গলায় কেউ ফিসফিস করে বলছে, "তোমাকে আমি রোজ দেখি। খুব একা লাগে, তাই না?" অলোকেশ বাবু সেদিনই চাকরিটা ছেড়ে দেন। কিন্তু সেই খালি পায়ের শব্দ আর ফিসফিসানিটা আজও রাতের অন্ধকারে তাঁর পিছু ছাড়েনি।

#নাইটগার্ডেররেকর্ডিং #ভৌতিকগল্প #রাতেরঅন্ধকার #অদৃশ্যপায়েরছাপ #ফিসফিসানি #বাংলাঘোস্টস্টোরি #অপরিচিতশব্দ #রেকর্ডিংভয় #বাংলাহরর #অলোকেশবাবুরভয়

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।