গল্প: ছবিটার চোখ
পুরোনো নিলাম ঘর থেকে এক জমিদারের পোট্রেট কিনেছিলাম। লোকটার তীক্ষ্ণ চোখ আর গম্ভীর মুখ। ছবিটা বসার ঘরে টাঙানোর পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। মনে হতো, ছবির চোখ দুটো সবসময় আমাকে অনুসরণ করছে। আমি যেদিকেই যাই, সেদিকেই তাকিয়ে থাকে। একদিন রাতে আমার স্ত্রী ভয়ে চিৎকার করে ওঠে। আমি ছুটে গিয়ে দেখি, সে ছবির দিকে আঙুল দেখিয়ে কাঁপছে। আমি তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। ছবির সেই জমিদারের চোখের কোণ দিয়ে সত্যিকারের জলের মতো এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে আমরা দেখলাম, ছবিটা একই আছে, কিন্তু তার মুখটা আর গম্ভীর নয়, বরং ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক শয়তানি হাসি। আর আমাদের পোষা পাখিটা খাঁচার ভেতর মরে পড়ে আছে, তার চোখ দুটো কেউ খুবলে নিয়েছে।
#ছবিটারচোখ #অশ্রুজ্বলছে #ভৌতিকগল্প #বাংলাঘোস্টস্টোরি #শয়তানি_হাসি #অদৃশ্যভয় #বাংলাহরর #রহস্যময়ঘটনা #বাংলা_ভূত #আত্মার_আবির্ভাব
antor Hossain
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?