গল্প: দোলনাটা খালি ছিল না
আমাদের পাড়ার পার্কের কোণে একটা পুরোনো লোহার দোলনা আছে। দিনের বেলা বাচ্চারা খেলে, কিন্তু রাত নামলেই ওটার দিকে কেউ তাকায় না। সবাই বলে, রাতে নাকি ওটা নিজে থেকেই দোলে। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন রাতে বন্ধুদের সাথে বাজি ধরে পার্কের ভেতরে গেলাম। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝিপোকার ডাক। দোলনাটা স্থির ছিল। আমি হেসে বন্ধুদের বললাম, "দেখলি, কিচ্ছু হয় না।" ঠিক তখনই দোলনাটা ক্যাঁচক্যাঁচ শব্দ করে নিজে থেকেই দুলতে শুরু করল। প্রথমে আস্তে, তারপর 점점 জোরে। আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠল। চাঁদের আলোয় আমরা স্পষ্ট দেখলাম, দোলনাটায় কেউ বসে নেই, কিন্তু বসার জায়গাটা দেবে গেছে, যেন কোনো অদৃশ্য ভারী কিছু ওটার ওপর বসে আছে। আমরা দৌড়ে পালিয়ে আসি। পরের দিন সকালে সবাই শুনেছিল, আমার যে বন্ধুটি সবচেয়ে বেশি হাসাহাসি করেছিল, তাকে নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
#দোলনাটা_খালি_ছিলনা #অদৃশ্য_সাথী #রহস্যময়_ঘটনা #বাংলা_ভূত #পার্কের_ভূত #ভয়ংকর_গল্প #বাংলা_হরর #অদৃশ্য_আত্মা #রাতে_দোলা #ভয়ের_ঘ্রাণ
antor Hossain
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?