6 w ·Tradurre

গল্প: জলের প্রতিবিম্ব

ছোটবেলায় দিদার কাছে শুনতাম, রাতের বেলা পুকুরের জলে মুখ দেখতে নেই, জলপরিরা নাকি আয়নায় মুখ দেখে না। একদিন পূর্ণিমার রাতে আমি সাহস করে আমাদের গ্রামের বড় দিঘিটার ধারে গেলাম। চারদিক শান্ত, চাঁদের আলোয় জলটা রুপোর পাতের মতো চিকচিক করছে। আমি জলে ঝুঁকে আমার প্রতিবিম্ব দেখলাম। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম, জলের ভেতরের আমি হাসছি, অথচ আমার মুখে কোনো হাসি নেই। আমি ভয় পেয়ে সরে আসতে চাইলাম, কিন্তু আমার প্রতিবিম্বটা জলের ভেতর থেকে হাত বাড়িয়ে আমার জামা খামচে ধরল। তার মুখে এক ক্রূর হাসি। সে ফিসফিস করে বলল, "এবার তুমি ভেতরে এসো, আমি বাইরে যাব।" আমি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কীভাবে বেঁচে ফিরেছিলাম জানি না। কিন্তু সেদিন থেকে আমার চেহারায় একটা অদ্ভুত শীতলতা চলে এসেছে, যা আগে ছিল না। মাঝে মাঝে আয়নায় তাকালে মনে হয়, আমি কি সত্যিই আমি, নাকি জলের ভেতর থেকে উঠে আসা অন্য কেউ?

#জলের_প্রতিবিম্ব #বাংলা_ভৌতিক #অলৌকিক_গল্প #জলপরি #ভয়ঙ্কর_প্রতিবিম্ব #বাংলা_হরর #রাতের_ভয় #ভৌতিক_প্রতিচ্ছবি #চাঁদের_আলোতে #ভয়ানক_দৃশ্য

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 ore ·Tradurre

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 ore ·Tradurre

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 ore ·Tradurre

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।