6 w ·Tradurre

গল্প: না পাঠানো চিঠি

পুরোনো বাড়ি পরিষ্কার করতে গিয়ে দাদার টেবিলের ড্রয়ার থেকে একটা হলদে হয়ে যাওয়া চিঠি পেয়েছিলাম। চিঠিটা আমার দাদামশাই তাঁর বন্ধুকে লিখেছিলেন, কিন্তু পাঠানো হয়নি। চিঠিতে লেখা ছিল, কীভাবে তিনি আর তাঁর এক বন্ধু মিলে তাঁদের এক ব্যবসায়িক পার্টনারকে খুন করে এই বাড়ির বাগানে পুঁতে দিয়েছিলেন। আমি চিঠিটা পড়ে ভয়ে জমে গেলাম। সেদিন রাতেই শুরু হলো উপদ্রব। ঘরের জিনিসপত্র নিজে থেকেই এদিক-ওদিক হতে লাগল। রাতের বেলা বাগানের দিক থেকে কেউ যেন মাটি খোঁড়ার শব্দ করে। একদিন রাতে আমি দেখলাম, বাগানের সেই নির্দিষ্ট জায়গা থেকে একটা কঙ্কালসার হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। মনে হলো, চিঠিটা পড়ার মাধ্যমে আমি এমন এক গোপন কথা জেনে ফেলেছি, যার সাক্ষী শুধু মাটি আর ওই অতৃপ্ত আত্মা। এখন সেই আত্মা রোজ রাতে আমার দরজায় টোকা দেয়, যেন তার অসমাপ্ত প্রতিশোধের জন্য আমার সাহায্য চাইছে।


#না_পাঠানো_চিঠি #ভয়ঙ্কর_গোপন #অতৃপ্ত_আত্মা #বাংলা_হরর #ভৌতিক_গল্প #ভূতের_চিঠি #রাতের_টোকা #গোপন_হত্যা #অলৌকিক_প্রতিশোধ #hauntedletter

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

13 ore ·Tradurre

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

13 ore ·Tradurre

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

13 ore ·Tradurre

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।