গল্প: না পাঠানো চিঠি
পুরোনো বাড়ি পরিষ্কার করতে গিয়ে দাদার টেবিলের ড্রয়ার থেকে একটা হলদে হয়ে যাওয়া চিঠি পেয়েছিলাম। চিঠিটা আমার দাদামশাই তাঁর বন্ধুকে লিখেছিলেন, কিন্তু পাঠানো হয়নি। চিঠিতে লেখা ছিল, কীভাবে তিনি আর তাঁর এক বন্ধু মিলে তাঁদের এক ব্যবসায়িক পার্টনারকে খুন করে এই বাড়ির বাগানে পুঁতে দিয়েছিলেন। আমি চিঠিটা পড়ে ভয়ে জমে গেলাম। সেদিন রাতেই শুরু হলো উপদ্রব। ঘরের জিনিসপত্র নিজে থেকেই এদিক-ওদিক হতে লাগল। রাতের বেলা বাগানের দিক থেকে কেউ যেন মাটি খোঁড়ার শব্দ করে। একদিন রাতে আমি দেখলাম, বাগানের সেই নির্দিষ্ট জায়গা থেকে একটা কঙ্কালসার হাত মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। মনে হলো, চিঠিটা পড়ার মাধ্যমে আমি এমন এক গোপন কথা জেনে ফেলেছি, যার সাক্ষী শুধু মাটি আর ওই অতৃপ্ত আত্মা। এখন সেই আত্মা রোজ রাতে আমার দরজায় টোকা দেয়, যেন তার অসমাপ্ত প্রতিশোধের জন্য আমার সাহায্য চাইছে।
#না_পাঠানো_চিঠি #ভয়ঙ্কর_গোপন #অতৃপ্ত_আত্মা #বাংলা_হরর #ভৌতিক_গল্প #ভূতের_চিঠি #রাতের_টোকা #গোপন_হত্যা #অলৌকিক_প্রতিশোধ #hauntedletter