গল্প : নিশির ডাক
গ্রামের নাম উদয়পুর। সেই গ্রামে রতন নামের এক যুবক থাকত। একদিন পাশের গ্রাম থেকে মেলা দেখে ফিরতে তার অনেক রাত হয়ে গেল। চারদিক নিঝুম, ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তার মনে হলো, কেউ যেন পেছন থেকে তার নাম ধরে ডাকছে, "রতন... এই রতন!" গলাটা ঠিক তার মায়ের মতো। সে পিছনে না তাকিয়েই হাঁটা বাড়াল। ছোটবেলায় শোনা ঠাকুমার কথা মনে পড়ল - নিশি নাকি প্রিয়জনের গলায় ডেকে নিয়ে যায়, তিনবার ডাকের উত্তর দিলেই সর্বনাশ। দ্বিতীয়বার ডাকটা আরও স্পষ্ট ও করুণ শোনাল, "ও রতন, কথা শোন্!" রতনের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে 거의 দৌড়াতে শুরু করল। বাড়ির কাছাকাছি এসে তৃতীয় ডাকটা কানে এলো, একেবারে তার কানের পাশে, ফিসফিস করে, "দাঁড়া!" রতন আর পেছনে তাকায়নি। এক ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। পরদিন সকালে শোনা গেল, গ্রামের আরেকজন নিশির ডাকে সাড়া দিয়ে আর ফেরেনি।
#ভূতেরগল্প #নিশিরডাক #ভৌতিকগল্প #বাংলাহরর #bengalihorrorstory
Bikash Lakra
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?