গল্প ৩: শ্যাওড়া গাছের পেত্নী
রাস্তার ধারে বিশাল এক শ্যাওড়া গাছ। গ্রামের লোকেরা বলত, ওটা পেত্নীর আস্তানা। অমাবস্যার রাতে ওদিক দিয়ে কেউ যেত না। কিন্তু শহরের ছেলে আকাশ এসব বিশ্বাস করত না। সে বাইক নিয়ে বন্ধুদের সাথে বাজি ধরেছিল, রাত বারোটায় ওই গাছের নিচ দিয়ে যাবে। বন্ধুদের বারণ সত্ত্বেও সে রওনা দিল। গাছের কাছাকাছি আসতেই বাইকের হেডলাইটটা নিভে গেল। আকাশ বাইক থামিয়ে টর্চ জ্বালতেই দেখল, গাছের একটা ডাল থেকে সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তি ঝুলছে, তার পা দুটি উল্টো দিকে ঘোরানো। মূর্তিটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়াতে লাগল। আকাশ ভয়ে চিৎকার করে বাইক ফেলে দৌড়াতে শুরু করে। তার জ্ঞান ফেরে পরের দিন সকালে, গ্রামের এক মন্দিরের সামনে। সেই থেকে তার মুখে আর কথা ফোটেনি।
#পেত্নী #গ্রামেরভূত #শ্যাওড়াগাছ #ভৌতিকগল্প #bengalighoststory
Bikash Lakra
Deletar comentário
Deletar comentário ?