গল্প : আয়নার ভেতরে
পুরনো বাজার থেকে একটা কারুকার্য করা সুন্দর আয়না কিনে এনেছিল নীলা। আয়নাটা তার শোবার ঘরে রাখার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। মাঝরাতে তার ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। একদিন রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠে সে আয়নার দিকে তাকাল। দেখল, তার প্রতিবিম্বটা স্থির, কিন্তু তার পেছনে দরজার কাছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। নীলার শরীর হিম হয়ে গেল। সে পেছনে তাকিয়ে দেখল, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখল, তার প্রতিবিম্বটা হাসছে, একটা কুৎসিত হাসি। আর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে প্রতিবিম্বের দিকে এগিয়ে যাচ্ছে। নীলা ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে ফিরে দেখে, আয়নাটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে।
#ভৌতিকআয়না #হররগল্প #অভিশপ্তজিনিস #ভূতেরগল্প #paranormalstory
Bikash Lakra
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?