গল্প ৬: স্কন্ধকাটা
রেললাইনের ধারে ছিল কদম আলির ডিউটি। সে ছিল রেলের লাইনম্যান। এক পূর্ণিমার রাতে সে লাইন পরীক্ষা করতে বেরিয়েছিল। দূরে দেখতে পেল, একটা লোক টলতে টলতে লাইনের ওপর দিয়ে হেঁটে আসছে। লোকটা কাছাকাছি আসতেই কদম আলির রক্ত জল হয়ে গেল। লোকটার কাঁধের ওপর মাথা নেই! সেই মাথাকাটা শরীরটা সোজা তার দিকেই এগিয়ে আসছে। কদম আলি ভয়ে পাশের ঝোপে লুকিয়ে পড়ল। স্কন্ধকাটা ভূতটা তার পাশ দিয়েই চলে গেল, যেন কিছু খুঁজছে। বাতাসে একটা চাপা গোঙানির শব্দ ভাসছিল। শোনা যায়, ওই লাইনে কাটা পড়ে এক লোক মারা গিয়েছিল, যার মাথাটা খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই তার আত্মা নিজের মাথা খুঁজে বেড়ায়।
#স্কন্ধকাটা #মাথাকাটাভূত #রেললাইন #ভৌতিকগল্প #urbanlegend