গল্প ১: ছায়ামূর্তি
শহরের একটি ফ্ল্যাটে একাই থাকত অর্ক। সে প্রায়ই রাতে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খেত। একদিন সে দেখল, ঠিক তার উল্টোদিকের বন্ধ ফ্ল্যাটের জানালায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা স্থির, কিন্তু অর্কর মনে হচ্ছিল, ওটা তারই দিকে তাকিয়ে আছে। এরপর থেকে প্রায় রাতেই সে মূর্তিটাকে দেখত। একদিন কৌতুহলবশত সে ওই ফ্ল্যাটের খোঁজ নিতে গেল। জানতে পারল, এক বছর আগে ওই ফ্ল্যাটে এক ভদ্রলোক একা থাকতেন, যিনি বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেদিন রাতে অর্ক বারান্দায় গিয়ে দেখল, মূর্তিটা আর জানালায় নেই, বরং তার নিজের ফ্ল্যাটের বারান্দার ঠিক কোণায় দাঁড়িয়ে আছে।
#ছায়ামূর্তি #ফ্ল্যাটেরভূত #শহরেরভূত #ভৌতিকঅভিজ্ঞতা #ভয়ঙ্করগল্প