গল্প : পুকুরের অতলে
গ্রামের সবচেয়ে পুরনো আর গভীর দিঘিটার নাম ছিল 'কালোদিঘি'। লোকে বলত, ওই দিঘিতে অশুভ শক্তি আছে। একদিন বিকেলে খেলতে গিয়ে রিনির বলটা দিঘির জলে পড়ে গেল। রিনি পাড়ে দাঁড়িয়ে কাঁদছিল। হঠাৎ সে দেখল, জল থেকে একটা ফ্যাকাসে, সাদা হাত বেরিয়ে এসে বলটা তার দিকে এগিয়ে দিচ্ছে। হাতটা দেখে মনে হচ্ছিল, অনেকদিন ধরে জলে পচে আছে। রিনি ভয়ে চিৎকার করে দৌড়ে পালায়। তার মা এসে দেখেন, দিঘির ধারে কেউ নেই, শুধু জলের ওপর কয়েকটা বুদবুদ উঠছে আর মিলিয়ে যাচ্ছে। গ্রামের বয়স্করা বলেন, ওই দিঘিতে এককালে এক বধূকে ডুবিয়ে মারা হয়েছিল। সেই অতৃপ্ত আত্মা আজও জলের নিচে শিকার খোঁজে।
#পুকুরেরভূত #জলদানব #গ্রামেরগল্প #ভৌতিককাহিনী #bengalifolklore