গল্প ১: নিঃশব্দ কান্না
নতুন বাড়িতে ওঠার পর থেকেই রিয়া একটা অদ্ভুত শব্দ পেত। প্রতি রাতে ঠিক বারোটার পর কোনো এক ঘর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসত। কিন্তু শব্দটা এতই ক্ষীণ যে, কোথা থেকে আসছে তা বোঝা যেত না। রিয়া তার স্বামীকেও বলেছিল, কিন্তু সে কিছুই শুনতে পেত না। একদিন রাতে কান্নার শব্দটা খুব তীব্র হওয়ায় রিয়া খুঁজতে বেরোল। সে দেখল, স্টোররুমের দেওয়ালের একটা অংশ থেকে শব্দটা আসছে। পরদিন মিস্ত্রি ডেকে সেই দেওয়াল ভাঙা হলো। দেখা গেল, দেওয়ালের ভেতর থেকে একটা বাচ্চার কঙ্কাল বেরিয়ে এলো। পরে জানা যায়, বাড়ির আগের মালিক তার অবৈধ সন্তানকে মেরে ওখানে পুঁতে দিয়েছিল।
#বাচ্চারভূত #ভৌতিককান্না #অভিশপ্তবাড়ি #সত্যঘটনাঅবলম্বনে #হররগল্প