গল্প ১: ব্রহ্মদেত্যের আস্তানা
গ্রামের শেষ মাথায় একটা বিশাল বেল গাছ ছিল, সবাই বলত ওটা ব্রহ্মদেত্যের বাসস্থান। তিনি নাকি কারো ক্ষতি করতেন না, কিন্তু তার জায়গায় কেউ উৎপাত করলে রেগে যেতেন। একদল কাঠুরে টাকার লোভে সেই গাছটা কাটতে এলো। গ্রামের লোক বারণ করলেও তারা শুনল না। প্রথম ঘা কুড়ুল দিয়ে মারতেই একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, "থাম!" কাঠুরেরা ভয় পেলেও থামল না। দ্বিতীয় ঘা মারতেই কুড়ুলটা ছিটকে একজনের পায়ে গিয়ে লাগল। ভয়ে বাকিরা যখন পালাচ্ছে, তখন তারা দেখল, গাছের ডাল থেকে ধবধবে সাদা ধুতি-পরা এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছিল।
#ব্রহ্মদেত্য #গ্রামবাংলারভূত #ভৌতিকগল্প #বেলগাছ #bengalifolklore