গল্প ১: হাসপাতালের করিডোর
রাতুল তার অসুস্থ বাবার জন্য হাসপাতালে রাত জাগছিল। রাত দুটো নাগাদ সে কফি খাওয়ার জন্য কেবিন থেকে বেরিয়ে করিডোরে এলো। করিডোরটা ছিল লম্বা আর নিস্তব্ধ। হঠাৎ সে দেখল, করিডোরের শেষ প্রান্তে একজন নার্স একটা স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নার্স বা স্ট্রেচারের কোনো শব্দ হচ্ছিল না। তারা যেন বাতাসে ভাসছিল। রাতুল কৌতূহলী হয়ে সেদিকে এগোতেই দেখল, সেই নার্স আর স্ট্রেচারটা দেয়ালের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে সে জানতে পারে, ওই করিডোরের পাশেই পুরনো মрг ছিল, আর ওই নার্সটি বহু বছর আগে এক মহামারীতে মারা গিয়েছিল।
#হাসপাতালেরভূত #ভৌতিকঅভিজ্ঞতা #প্যারানরমাল #ছমছমেগল্প #হরর