6 ב ·תרגם

গল্প ১: হাসপাতালের করিডোর

রাতুল তার অসুস্থ বাবার জন্য হাসপাতালে রাত জাগছিল। রাত দুটো নাগাদ সে কফি খাওয়ার জন্য কেবিন থেকে বেরিয়ে করিডোরে এলো। করিডোরটা ছিল লম্বা আর নিস্তব্ধ। হঠাৎ সে দেখল, করিডোরের শেষ প্রান্তে একজন নার্স একটা স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নার্স বা স্ট্রেচারের কোনো শব্দ হচ্ছিল না। তারা যেন বাতাসে ভাসছিল। রাতুল কৌতূহলী হয়ে সেদিকে এগোতেই দেখল, সেই নার্স আর স্ট্রেচারটা দেয়ালের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে সে জানতে পারে, ওই করিডোরের পাশেই পুরনো মрг ছিল, আর ওই নার্সটি বহু বছর আগে এক মহামারীতে মারা গিয়েছিল।


#হাসপাতালেরভূত #ভৌতিকঅভিজ্ঞতা #প্যারানরমাল #ছমছমেগল্প #হরর

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।