গল্প : লাইব্রেরির শেষ পাঠক
শহরের সেন্ট্রাল লাইব্রেরিটা অনেক পুরনো। রাত ৮টায় বন্ধ হয়ে গেলেও, এক বৃদ্ধ ভদ্রলোক প্রায়ই দেরি করে বেরোতেন। লাইব্রেরিয়ান রোহন তাকে বেশ কয়েকবার দেখেছে। একদিন ঝড়ের রাতে লাইব্রেরি বন্ধ করার সময় রোহন দেখল, বৃদ্ধ লোকটি তখনও একটা কোণের টেবিলে বসে বই পড়ছেন। রোহন তাকে বলতে গেল যে লাইব্রেরি বন্ধ হবে। কিন্তু কাছে গিয়ে দেখল, ভদ্রলোকের শরীরটা কাঁচের মতো স্বচ্ছ, তার ভেতর দিয়ে পেছনের বইয়ের তাক দেখা যাচ্ছে। ভয়ে রোহনের গলা শুকিয়ে গেল। লোকটি মুখ না তুলেই বললেন, "শুধু এই পাতাটা শেষ হলেই চলে যাব।" পরদিন রোহন জানতে পারে, ৩০ বছর আগে এক বৃদ্ধ পাঠক ওই টেবিলে বসেই বই পড়তে পড়তে মারা গিয়েছিলেন।
#লাইব্রেরিরভূত #প্যারানরমাল #ভৌতিকঅভিজ্ঞতা #শহরেরগল্প #রহস্যময়