গল্প : যে গ্রামে রাত নামে না
পাহাড়ের কোলে একটা অদ্ভুত গ্রাম ছিল। সেই গ্রামে নাকি সন্ধ্যা নামার পর কেউ ঘরের বাইরে থাকত না। পর্যটক হিসেবে গিয়ে রাতুল আর তার বন্ধুরা ব্যাপারটা বিশ্বাস করেনি। তারা রাতে ক্যাম্পফায়ার করার পরিকল্পনা করল। গ্রামের লোকেরা তাদের অনেকবার বারণ করেছিল। রাত বাড়তেই তারা দেখল, গ্রামের সব আলো নিভে গেছে। হঠাৎ তাদের ক্যাম্পফায়ারের আগুন দপ করে নিভে গেল। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে তারা শুনতে পেল, অসংখ্য পায়ের শব্দ তাদের ঘিরে ফেলছে। আর শোনা যাচ্ছে অদ্ভুত গোঙানির আওয়াজ। তারা ভয়ে তাঁবুর ভেতরে ঢুকে সারারাত কাটাল। সকালে দেখে, তাঁবুর চারপাশে বড় বড় পশুর পায়ের ছাপ, যা মানুষের মতো দু'পায়ে হাঁটে।
#অজানাভয় #পাহাড়িভূত #রহস্যময়গ্রাম #ভৌতিককাহিনী #হররনাইট