গল্প : পাতকুয়োর ডাক
গ্রামের শেষ প্রান্তের পাতকুয়োটা বহুদিন অব্যবহৃত। জল শুকিয়ে গেলেও কুয়োর গভীরতা ছিল অসীম। লোকে বলত, ওটার ভেতরে শয়তানের বাস। কিশোর রিভু বন্ধুদের সাথে বাজি ধরেছিল, সে কুয়োর ভেতরে ঢিল ফেলবে। সে কুয়োর কাছে গিয়ে একটা বড় পাথর কুয়োর অন্ধকারে ফেলল। কিন্তু কোনো শব্দ হলো না। বন্ধুরা হাসাহাসি শুরু করল। রিভু রেগে গিয়ে ঝুঁকে কান পাতল। হঠাৎ কুয়োর গভীর থেকে একটা ফিসফিসানি ভেসে এলো, "কী খুঁজছিস?" রিভু চমকে পিছিয়ে গেল। এরপর কুয়োর ভেতর থেকে একটা ঠান্ডা, ভেজা হাত বেরিয়ে এসে পাড়ের মাটি আঁকড়ে ধরল। তারপর আরেকটা। একটা শ্যাওলা-মাখা শরীর ধীরে ধীরে উঠে আসতে লাগল। রিভুরা ভয়ে যে যেদিকে পারল দৌড় দিল। সেই থেকে গ্রামের কেউ আর ওই কুয়োর দিকে যায় না।
#পাতকুয়ো #ভৌতিকঅভিজ্ঞতা #গ্রামেরভয় #হররগল্প #folklorehorror