গল্প : হোটেল ব্লু-মুন, ঘর নম্বর ৩০২
বন্ধুদের সাথে ট্যুরে গিয়ে কম টাকায় একটা হোটেলের ঘর পেয়েছিল প্রীতম। ঘর নম্বর ৩০২। ঘরটা বেশ ভালো হলেও কেমন যেন একটা স্যাঁতসেঁতে ভাব ছিল। রাতে ঘুমানোর সময় প্রীতমের ঘুম ভেঙে গেল। তার মনে হলো, কেউ যেন তার বুকের ওপর চেপে বসেছে। সে চোখ খুলতে পারছিল না, কথাও বলতে পারছিল না। শুধু অনুভব করছিল, একটা ভারী শরীর তাকে চেপে ধরেছে আর কানের কাছে কেউ ফিসফিস করছে, "এটা আমার ঘর। তুই কেন এসেছিস?" অনেক কষ্টে গোঙানোর পর তার বন্ধুরা ছুটে এসে লাইট জ্বালায়। প্রীতম দেখে, ঘরে কেউ নেই। পরদিন ম্যানেজারকে চেপে ধরতেই সে স্বীকার করে, ওই ঘরে একজন গেস্ট গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে ওই ঘরটা আর কাউকে দেওয়া হতো না।
#ভৌতিকহোটেল #hauntedroom #প্যারানরমালঅ্যাক্টিভিটি #ভয়ঙ্কররাত #ভ্রমণেরভূত